ভালবাসার পল্লবিত শাখায় নক্ষত্রের সমীকরণ
আরশিতে আকাশের চাঁদ
যুগলবন্দি ধুমকেতুঃ
রাহুর আগ্রাসনে
পূর্ণচন্দ্রে আচমকা নেমে আসা অবসাদ।
পুঞ্জীভূত স্বপ্নরাশি খুঁজে ফিরে পথঃ
হঠাৎ আছড়ে পড়া ঘূর্ণিঝড়ে বিপদগ্রস্ত নাবিক
লণ্ডভণ্ড উপকূল।
গাছের শাখা-প্রশাখা, গৃহপালিত পশু। আর-
নিস্তেজ, খণ্ড-বিখণ্ড
মানুষের অভিলাষ।
ক্যালকুলাসের খাতায় তখনও একাকি পড়ে
সরল সমীকরণ, বাইনারি মেথড আর
গুটি কয়েক সমকোনী ত্রিভূজ।
নক্ষত্র আর ভালবাসার অমীয় বন্ধন
গৃহহারা অমাবশ্যায়
স্ফীত প্রজ্জ্বলিত জোছনার আলো
ফ্যাকাশে-বাদামী রঙে স্থবির নীলাকাশ
ভালবাসার অস্পষ্ট আলোয় তখনও
প্রতীক্ষায় যেন আকাশের চাঁদ।