এই আকাশ এই বাতাস
এই অফুরান নিয়ামৎ
কেমনে চলে,কেবা রাখে
তা অবিরাম বলবৎ।
কী অপরিমেয়ো যোগান
কিভাবে করবে অস্বীকার
হে জ্বীন এবং ইনসান ?
প্রথম সৃষ্টি করেছেন যিনি
পূনর্জন্মও করবেন তিনি
কর্ম তার সহজ;
অদ্বিতীয় সর্বশক্তিমান
কিভাবে করবে অস্বীকার
হে জ্বীন এবং ইনসান ?