সমন্বয় হয় ধর্মে বর্ণে
মহামারি দূর্যোগে
মারামারি কাটাকাটি
করি শুধু হুজুগে।
মানুষ হল শ্রেষ্ঠ প্রাণী
জ্ঞান বুদ্ধি বিবেকে
তবু পড়ি ধর্ম নিয়ে
সতত বিপাকে।
ধর্ম নহে মানুষকে তাই
ভালবাসতে শেখো
ধর্ম বিশ্বাস যতন করে
অন্তরাত্মায় রেখো।
মানুষ কোন নয় অবতার
নয় সে তথাগত
স্বর্গ নরক মরার পরে
আমরা অবগত।