এ কেমন বেঁচে থাকা-
দূরে দূরে-একা একা
চিন্তায় মাথা ফাঁকা
থাকি হুশিয়ার।
করোনাকে দেবোনাকো
কেড়ে নিতে-
মানুষের বাঁচার অধিকার।
হবো সবে সচেতন
সমাগম বর্জন
একা একা নির্জন
ভেবে হাতিয়ার।
করোনাকে দেবোনাকো
কেড়ে নিতে-
মানুষের বাঁচার অধিকার।
আমরা করবো জয়
ছুঁড়ে ফেলে প্রাণভয়
হবে হবে পরাজয়
ব্যধি করোনার।
দেবোনাকো করোনাকে
কেড়ে নিতে-
মানুষের বাঁচার অধিকার।