আ-মরি! মোর বাংলা ভাষা
মোদের গরব মোদের আশা
একুশ যত শোক
ফেব্রুয়ারি পার হলে মোরা
বন্ধ রাখি চোখ।