আমিও গাইবো গান
খুলে মম মন প্রাণ
শোনবে ?
নাকি এক বালুচর
হয় কি সে যাদুকর
পূরনো সেই কথা
আজও তুমি-
বলবে ?
সেই আমি সেই নই
পাক্কা গায়ক হই
একবার শোনে যাও
এই কথা—
মানবে।
সুর নেই ঝাঁঝ আছে
ঘুনঘুন কানে বাজে
যাচাই করিলে ঠিক-
মনে ধরবে।
আমিও গাইবো গান
খুলে মম মন প্রাণ
শোনবে ?