আমি তোমাকে জোছনা
দিতে চেয়েছিলাম
তুমি বেছে নিলে সূর্য
এ কি ছিল নিয়তির ধার্য?
আমি রূপালি চাদরে মুড়ে
জোনাকীর ঝিঁঝি সুরে
তোমাকে ঘুম পাড়াতাম।
আমি তোমাকে জোছনা
দিতে চেয়েছিলাম।
আঁধার ঘনিয়ে এলে
শিউলির ঝরা ফুলে
তোমাকেই মালা পরাতাম
আমি তোমাকে জোছনা
দিতে চেয়েছিলাম।
চাঁদের কিরণ এসে
তোমাতে গেলেগো মিশে
রাত জেগে কেউ নয়
তোমাকেই দেখতাম।
আমি তোমাকে জোছনা
দিতে চেয়েছিলাম।