সূর্যের অভিযোগ নেই কোন, তবু-
কৈফিয়ৎ হাজারো
পরশু দুপুরে, কাল দশটা পরে
আজ আবার দেরীতে উদয়।
হাসে সূর্য-
আমার গাফিলাতি কে দেখেছো কবে
কে করছো আমায় তলব?
আমি দৃঢ়, আমার সৃষ্টি নিয়মানুবর্তিতায়
এ কি আমার উপর বর্তায়?
আমার অবসরে
আকাশ আলোকিত করে সুহাসিনী চন্দ্র আর
অগণিত তারারাশি।
আমি ধার দেই আলো রাতের তরে
আমি চলি বিধির নিয়ম ধরে।