(আমি) বাংলাকে দেখেছি তাই
জন্ম (আমার) হয়েছে সার
চাইনা দেখিতে কোন অন্য পৃথিবী আর।
অরূপ রূপে ধানের শীষে
প্রাণ জুড়াতে এক নিমিষে
দৃষ্টিতে দেয় সোহাগ মেখে
সাধ্য আছে কার।
(আমি) বাংলাকে দেখেছি তাই
জন্ম (আমার) হয়েছে সার
চাইনা দেখিতে কোন অন্য পৃথিবী আর।