আমার একখান নদী ছিল
ছিল নদীর ঢেউ
সেই নদীতে পাল তুলে নাও
ছুটে যেতো কেউ।
আমার একখান নদী ছিল....
আমার একখান নদী ছিল
ছিল জোড়া তীর
সেই নদীতে জোয়ার ভাটায়
জল ছুটিত ধীর।
আমার একখান নদী ছিল.....
আমার একখান নদী ছিল
ছিল নদীর বাঁক
সেই বাঁকেতে শীত হেমন্তে
পড়তো পাখির ঝাঁক।
আমার একখান নদী ছিল........
আমার একখান নদী ছিল
ছিল জলে ভর
বর্ষা শেষে জাগতোনা তার
কোথাও কোন চর।
আমার একখান নদী ছিল.....