আমাকে সাজাই আমি
সময়ের হাত ধরে
হাওয়ায় উবে যাওয়া কর্পুরঘ্রাণ
আমাকে সাজাই আমি যন্ত্রমানব
মানুষ-মানবতায় মাপি গোলার্ধের ব্যবধান।
আমি জানতে চাইনি কখনো-
কার তৈষ্যপুত্র ছিল আলেকজান্ডার
চন্দ্রালোকে নুড়ি পাথর
মঙ্গলের মাটি লাল
আমাকেই আমি ভাবি-আমি জঞ্জাল।
হারার জন্যি কে খেলেছে
কে ভুলেছে জয়
দু’পক্ষ যে জেতবে খেলায়
তাও কিন্তু নয়।
আমি সীমার ব্যপ্তী ছিঁড়ে
খোলসমুক্ত করেছি অমরত্বের স্পর্ধা
বুঝে গেছি-কাকপক্ষী সত্য, স্বজনপ্রীতি নেই কোন
ইচ্ছের আগাছা বন্ধ্যা সতত
পরম যত্নে যতই আরাধ্যে বীজ বুনো।