আলতু মিয়ার ফালতু ভাষণ
কথায় সভা সর্গরম
কোরান পুরান বেদ-বেদান্ত
ধর্মবাণীর নেই ভরম।
লোকের ভরম ঠিকই আছে
তাই সকলে নেতা কয়
অনেক গুণের আঁধার তিনি
একটুও তা মিছে নয় ।
চাকরী খেতে যেমন পারেন
দিতেও তার নেই জুড়ি
যখন তখন যেতে পারেন
মক্কা কাশী আর পুরী।
আলতু মিয়া নেতায় এখন
ভাসছে মোদের বাংলাদেশ
টাকার জোরে কলকে নাড়েন
পেশীর বলও আছে বেশ।