রোজা ফরজ মোমিন ‘পরে,রমজানেরই মাসে
তিরিশ দিনের শেষে আকাশ,খিলখিলিয়ে হাসে।
বৃষ্টিভেজা হোক সারাদিন, কিংবা ফাঁটা রোদ
পূণ্য কামাই করে রোজা, পাপের করে শোধ।
দিনের শেষে রোজাদারের, রকমারি ইফতার
উপবাসের পরে মুখে, লাগে মজাদার।
তারাবিতে লম্বা নামাজ, ক্লান্তি করে দূর
পাক কোরানের তেলাওয়াত,শুনতে সুমধুর।
রাতের শেষে সেহরি খেয়ে,ফজর আদায় করে
খোদার দেয়া রহমতে দিল,নেরে মোমিন ভরে।
হাসি খুশি খানা-পিনায়, ভাগবে চোখের নিঁদ
সংযমেরই বদলারে তোর, আজকে খুশির ঈদ।