এই পৃথিবী বদলে গেছে
মানুষ পাখি ফুল
সত্যি করে বলতে গেলে
ভালবাসা ভুল—
এই পৃথিবী বদলে গেছে
মানুষ পাখি ফুল।
ভাল থেকো তোমার করে
কার আসে যায় কিছু
ডাল না ভেঙে যায়না খাওয়া
গাছের রসাল লিচু।
এই পৃথিবী বদলে গেছে
মানুষ পাখি ফুল
সত্যি করে বলতে গেলে
ভালবাসা ভুল—
এই পৃথিবী বদলে গেছে
মানুষ পাখি ফুল।
নদীর জীবন সাগর জলে
পড়লে অবকাশ
ভালবাসার নোনতা স্বাদে
জীবনী বিনাশ।
স্মৃতির পাতায় ভাসে শুধু
ভাঙা নদীর কূল।
এই পৃথিবী বদলে গেছে
মানুষ পাখি ফুল
সত্যি করে বলতে গেলে
ভালবাসা ভুল—
এই পৃথিবী বদলে গেছে
মানুষ পাখি ফুল।