এই আঁখিতে প্রথম পলক
তোমার চপল দৃষ্টি
খোদা যেন করছে তোমায়
আমার জন্যি সৃষ্টি।
আনমনে গেয়ে যাই
চুপিচুপি তুলি হাই
অপলক নেত্রে
এ কেমন লুকোচুরি
ভাললাগা ক্ষেত্রে।
ভুলে যাও চারপাশ
লোকাচার কৃষ্টি
ঝরুকনা আরো জোরে
শ্রাবণের বৃষ্টি।
এই আঁখিতে প্রথম পলক
তোমার চপল দৃষ্টি
খোদা যেন করছে তোমায়
আমার জন্যি সৃষ্টি।