আগুন লাগা দূর্ঘটনা
সে কি কেউ আর কম জানি
ভুলের মাশুল আর কত চাই
আর কত লাশ প্রাণহানি ?
হয়না বিচার দূর্ঘটনার
শুধরে নেয়ার বালাই নেই
তদন্ত আর ক্ষতিপূরণ
সব ঘটনায় ঔষধ সেই।
যাদের কসুর তাদের তেমন
হয়না কিছু দোষ করে
বাড়ি গাড়ি অট্টালিকা
লাশের উপর ফের গড়ে।
জেল হলোনা ফাঁস খেলোনা
মার খেলোনা কারখানা
আর কত লাশ হলে বিবেক
জাগবে বলো রাব্বানা।