বাজেট নিয়ে কত কথা
বলছে সবাই দেদারসে
শুনছে নাকি নিচ্ছে কানে
বসছে যারা কেদারসে?
নতুন বছর এলে
ভাবে শাসক দলে
নতুন কিছু করি
আছে হাতে চড়ি।
বাজেট আসে বছরে এলে
প্রকাশ করে কেয়ারসে
সরকারের এ আরাধ্য ধন
আগলে রাখে পেয়ারসে।
বলছো বলো
লাভ তাতে
আমরা বাঁচি
হা-ভাতে ।