ইদানিং আমার সব কলই
তোমার ফোনে মিসকল হয়। লাল কালির লেখায় ঝকঝক করে অধরা তোমার নাম।
কল করা সহজ করতে তুমিই স্পিড ডায়ালে লিখে রেখেছিলে তোমার নাম
সেই থেকে তোমাকে কল করতে আর নাম্বার টিপতে হয়না আমার। তাই এখন এগার ডিজিটের নাম্বার মানে অধরা
নাম্বারগুলো মেমরি থেকে সেই কবেই ডিলিট হয়ে গেছে। শুধু ডিলিট হয়ে যায়নি- অধরা
তাই আঁধারেও অজান্তেই আঙ্গুলের ডগা সহজেই খুঁজে পায় কীপ্যাডের নাম্বার ফাইভ।
জানি—অধরা যায়না ধরা
প্রয়োগ করোনা যতই বল
তাই আমার সব কলই আজকাল
তোমার ফোনে মিসডকল।