গাড়ি চাপায় লোক মরিলে
হয়নারে খুন আইনে
প্রাণ হরণে প্রাণ দিতে নেই
চালক থাকে ডাইনে।
তাইতো দেখি রাজপথে রোজ
মরছে মানুষ মরছে
স্বজনহারার কান্না শোনার
কার কি গরজ পড়ছে?
এমন করে আর কতকাল
চলবেরে দেশ চলবে
হুঁশ না হলে কখন জানি
কার উপরে পড়বে।
পিচঢালা পথ যন্ত্র দানব
ওদের কি দোষ বলরে
সেইই দোষী যেজন চালক
যার হাতে রয় কলরে।