অবক্ষয় দূর্দিন
—————
কালের সাথে জগৎটাতে
বাড়ছে অনাচার
ঘটনা এক ঘটলে কখন
ফের ঘটে বারবার।

বাসের চাপে খুইলো প্রথম
রাজিবে এক হাত
তারপরে সেই সিরিজ হয়ে
কতেক কুপেকাৎ।

কে জানিতো হাত কাটা বা
পড়লে কাটা পা
বিন্দু থেকে সিন্ধু হয়ে
যাবে কবর গা।

অপরাধ আর অনাচার দুই
চললে লাগামহীন
মগের মূলুক করবে গঠন
অবক্ষয় দূর্দিন।