সারাদিন ঝরোঝরো রিনঝিন বৃষ্টি
ঝাঁপসায় বেশি দূরে যায়নাতো দৃষ্টি।
পিচ্ছিল রাস্তায় কাকভেজা পথিকে
সাবধানে চলতে আটকায় গতিকে।
দমকা এসে যেই নেয় ছাতা উড়িয়ে
তৎপর হয় সেই ছাতা নিতে কুড়িয়ে।
প্রাণপন দিলে ছুট পড়িমরি আহারে
গাড়ি জল ছিটকে রং করে জামারে।
অদ্ভূত ড্রেস গায় গেলে পরে বাড়িতে
ঝাঁটা হাতে গিন্নী বের হয় তাড়িতে।
আমি ওগো পর নই বলে যায় বিনীতে
বিশসাল পার করে পারলেনা চিনিতে?