সেদিনও ছিলএ রকম একটিদিন,পরিবেশ ছিলো শুধু ভিন্ন
আচমকা উঠবে ঝড় ঈশান কোণে,কেউ করেনি গন্য।
রাতের আঁধার ভেদে প্রভাত সূর্যের যত আয়োজন
অগ্রিম নোটিশে লিখে যায় সত্যের বিভাজন।
ঘুম ভাঙা সুর কম্পিত মুয়াজ্জিনের আযান
লালখুনে রঞ্জিত হলো নীলাভ আসমান।
বাতাস করেনি সেদিন এত শনশন
বরাফাচ্ছিত ছিলো সব তনুমন।
পাখিরা ভুলে গিয়েছিলো গান
অস্ত্র-বারুদ ধরেছিলো তান।
সেদিনের সূর্যের সেই আহ্বান
সার্থপরতায় হয় খানখান।
লক্ষকোটি বাঙালির প্রাণ
সালামুন বঙ্গবন্ধু
শেখ-মুজিবুর
রহমান।