প্রতিটি সকাল আমার কাছে ভয়ানক হয়-
এই বুঝি তুলে নিবে আমায়,
প্রয়োজনটা বুজি আজই সায় দিয়েছে
খেতে হবে নাকি এক কাপ রস!

তাতে আমার আপত্তি কভূ আসেনি
একটু কষ্টও হয়নি কোনদিন।
মানুষের তরে সেবা যদি হয় বিবেচ্য
প্রতিদিন তুলে নিও আমায়।

আমি সংকিত হই!
অকারনে পত্রপল্লবে আসে হানা,
নির্বাক হয়ে থাকি, প্রতিবাদ যদি প্রকাশিত হত
হস্তখানি মুষড়ে দিতাম নিশ্চিত!

আমিতো কৃপণ নই মানুষের সেবায়-
আমিতো হিংসেয় জ্বলিনা আধারে কিংবা আলোয়
আমি মরিতে কিংবা নিঃশেষ হতে চাই শুধু সভ্যতায়,
তারপরেও আমি সংকিত মানুষরুপী অমানুষের থাবায়।


২৮/০৪/২০১৮ খ্রিষ্টাব্দ।