চলতি পথে স্বস্তি মেলে
দেখেছ কি ভবে?
এমন ভাবার চিন্তা কভূ
কয় জনাই বা করে?

আরাম আয়েশ করে দিনটা
করতে পারলে পার
নিজে বাচঁলেই বাপের নাম
বোঝা তাদের সাড়।

জীবন জয়ের যুদ্ধ কভূ
তারা নাহি খেলে,
ফাকে চালায় জীবন গতি
অন্যের সুযোগ লবি।

হরহামেশাই সমাজেতে দেখায় রঙ খেল
সভ্যতাকেও নষ্ট করে
করে পূরণ, নিজের
ষোল আনা।

দিন কানাদের হুমকি ধমকি
সাধারনের ভয়!
এসব মিলে পার হয়ে যায়
বছরের পর বছর।

তবুও তারা হয়নি সুখী
হুমকি ধমকি দিয়ে!
পরের ধনে পোদ্দারী আর
কত দিনই বা চলে।

সাধারন সেই চাষী শ্রমিক
ফেলে গায়ের ঘাম!
প্রতিষ্ঠিত আজ সমাজের বুকে,
তাদের নিষ্ঠাবান মান।

ফিরে আসে সোনালী দিন
অনেক কষ্টের পরে!
কষ্ট ছাড়া সুখের লাগি
রক্ত চোষা ঘুরে।

জীবন জয়ের হিসেব খাতায়
রক্ত চোষা জিরো!
সুখেই আছে পাশের বাড়ির
দর্জির ছেলে গুলো।।


১০.১১.২০১৮ইং