ব্যস্ততা আজ ছুটি দিয়েছে আমায়-
দু'দিনের অভিযান চলবে নগরের এ গলি সে গলি।
এই ক্ষনের অপেক্ষায় থাকি প্রতিনিয়ত
চাই তাই, প্রতিদিন পরেই দু'দিনের মুক্তি!
এটা যে অসম্ভব সেটাও বুঝি,
তবুও মন মানতে নারাজ।
দু'দিনের এই অভিযান ব্যর্থতায় রুপ নিচ্ছে মনে হয়!
সাথী বলতে শুধু আমিই,
সত্যিই দারুন ব্যর্থতাময় অধ্যায় এটা-
এত মানুষের ভীড়ে আজও আমি একা।
নিরব ভালবাসা কিংবা দুঃখ শুনতে চাওয়ারও কেউ নেই-
এটা বিবর্ণতা আর দূর্যোগময় খেলা!
দু'দিন কেটে যাবে ঠিকই,
প্রতিনিয়তই পার হবে নিয়মানুযায়ীই সব।
আবার যেক্ষনে আসবে ফিরে দু'দিন -
সব ব্যর্থতা আর অলসতা নিয়ে!
তবুও দু'দিন কেটে যাবে ঠিকই
এতিম অবয়বে!!
(২০/০৭/১৮, ঢাকা)