উন্নয়ন

তবুও উন্নয়ন হবে পাড়ায় পাড়ায়!
পায়ের তলে দূর্বাঘাসের আস্তরণ
লাগে খুব বেসামাল!
ইট পাথরে কিংবা রঙিন টাইলসের ছোয়া চাই!
গ্রামের নির্মল হাওয়ার বদলে, কারখানায় ধোয়ার কুন্ডলি চাই
চাষা-বর্গির সে আমল পূরনো!
নগরায়ন চাই সর্বত্র, প্রয়োজনে ফসলের আলেও ইট সুরকির সড়ক হবে।
যদি উন্নয়ন না হয় চারদিকে কি করে পকেটের সুদিন আসবে?
বেকুব জনতাকে আমরা জাগাবোই,
দিন শেষে অবদান খাওয়াবোই।
তবুও উন্নয়ন হবে, হচ্ছে....
জনতার মাথায় হাত হলেই কি, গৃহে বাতি না জ্বললেই কি?
নিত্য পন্যের দাম বাড়লেই কি!
উন্নয়ন দেইনি? উন্নয়ন!