বাক চেপে রাখ!
যদি ফসকে যায় কুকর্ম
কিংবা অত্যাচারের নির্মম ইতিহাস

দমিয়ে রাখ উচিয়ে ওঠা শির!
বিশ্বকে জানিয়ে দিবে সব অনাচার
কিংবা প্রকাশিত হবে গুম-খুনের সব ভিত

থামিয়ে দে সব সত্যাপ্রচার!
যদি জেনে যায় বিশ্ব অপরাপর
কিংবা খোলশিত হয় থলের বিড়াল

দাপিয়ে যা ফাকা বুলির দম!
যদি কেউ সত্য নিয়ে হাজির হয়
কিংবা তোদের অযোগ্যতা প্রকাশ পায়

থামিয়ে দে সব যোগাযোগ!
যদি মিছিলের রাজধানী হয় দেশ
কিংবা স্বৈরাচারীর বুকে হানে আঘাত

আতাত করে রাখ অবশেষে!
যদি পালানোর পথ আটকে দেয় সবে
কিংবা তোদের চারিপাশে ধ্বংস নেমে আসে

চুপটি মেরে পা চেটে যা আজ!
যদিও মানচিত্রে থাবা মারে কেউ
কিংবা সীমান্তে গুলি চলে নির্বিচারে

বারবার চেপে রাখ মুখাবয়ব
যদি দেশের তরে নিয়ে আসে কৃতিত্ব
কিংবা ক্যাপশনে থাকে লেখা-
"সভ্য যুগেও বাংলাদেশে গনতন্ত্রের মৃত্যু "

বি-বাড়িয়া।
০৮/ ১০/১৮ইং