যান্ত্রিক এই নগরে
চাকা ঘুরছে সজোরে
যাচ্ছে এদিক সেদিক
যার যেমন ইচ্ছে!
ট্রাফিক পুলিশ পা তুলে
সিগারেট ফুকছে!!
লাইনের পরে দুটো রিক্সা
জ্যাম বাধিয়ে ধুকছে,
তার পিছনে এম্বুলেন্সটি
হর্ণ বাজাচ্ছে সজোরে।
খানিক বাদে পুলিশ মামা
আসল চোখ তুলে-
এ পথে কেন এসেছিস?
হাত গুজে কিছু দিতেই
গলা গেল নেমে!
যা, এবারের মত ছেড়ে
দিলাম! এমন আর করিসনে।
এম্বুলেন্সের সাইরেন
বাজছে তবুও.....
কিরে! তারা কিসের এত?
চালক নির্বাক!
এদের হুস আসবে কবে?
নাকি এরা ভীন জগতের
কোন বিশেষ সুবিধাপ্রাপ্ত প্রানী?
এই শহরের প্রতিটি পথ
এক একটা মৃত লাশের খাট!
সভ্যতা আর মানবতা
এই সমাজে বড়ই অভাব।
(১৮/০৭/১৮ ইং,ঢাকা)