সুদর্শনা বিয়ের প্রথম রাতে বলেছিলো ডেকে কিরণময়কে
কিছু কথা বলি অভয় দিলে নির্ভয়ে
বছর সাতেক আগে এক প্রাতে,দেখা বরুণের সাথে
পলকে ভাল লাগে দেবালয়ে মাগি থাকে
দিনে দিনে পাড়ি দেই মাঝের দূরত্ব
ততদিনে প্রেম পেয়েছে অমরত্ব।
দুজনে দেবালয়ে হই মিলিত
চার চোখে স্বপ্ন, হই শিহরিত
খড়কুটায় বাঁধি ঘর এক মনে এই স্বপন
অরূপ রূপ দেখি তার, মরন
রক্ত দেখে উঠলো হেসে
তারপর কেটে গেছে বহু রাত,ঝরেছে কত রক্ত
তারপর ফিরে আসেছে আবার আজ।
উত্তরের জানলা খুলে দেখুন ভিখারী দাঁড়িয়ে
দয়া করুন,কাঙালের আর নেই কোন ধন।
সেই রাতের পর খবরে প্রকাশ হারানো সংবাদ।