বৈশাখের আকাশে
উঠিলো প্রকাশে
সূর্য না চাঁদ।

মহা বিপদ
একি আপদ
শুরো হলো বাদানুবাদ।

কত জল
ঘোলা হলো
গুরু-শিষ্য নাস্তানুবাদ

এখন উপায়
বাঁচা দায়
তবে'কি কলি এলো।

পাগল হেসে
শুধায় সবে
দিন না রাত বলো।