কামিনীর কৃপণতায়
অঞ্জলি ভরা পুষ্প ভূমিতে দলিত,
এক বীরের পরাজয়।
প্রণয় পত্র নেহাত কম লিখিনি?
গানের কথায়, কবিতার ভাষায়,
আজ বড় ক্লান্ত;শরীর ও মন
সম্মুখ হতে আজ পশ্চাতে,
দেখবে কি ফিরে আমারে।
অতঃপর"
পাক্ষিক গোধুলি বেলায় দাঁড়ায়ে সম্মুখে,
উপস্হপনের সময় এলো নিজেরে।