দেবাশীষ
প্রণাম,ঠাকুরমশাই
ছেলের বিয়ে বলে কথা
মায়ের কাজ কে করবে শুণি?
কথা কয়টা বিষের চুরি হয়ে বুকে বিধলো;
নীলা,আমার ছেলের মা।
নীলাকে আমিই হত্যা করেছি?
পিতার বর্তমানে পুত্রের অনিষ্ট কি করে চাইতে পারি?
আমার প্রথম সন্তান বংশের প্রদীপ।
সাতপাকে দেওয়া প্রতিশ্রুতি ভূলে গিয়ে মৃত্যুর মূখে ঠেলে দিলাম,
তার সাথে এক স্বামীর ও মৃত্যু হলো ;
নতুন রুপ নিলাম।
নীলাদ্রির জন্ম ও আজ তার বিয়ে।
বাইশটি বছর পর নীলাকে দেখলাম,
হাসছে পাগলের মত,
দু'চোখ জলে ছলোচল যেনো বলছে দেখো,
আমি আজও বর্তমান,
কেমন শোধ নিচ্ছি বলো।
আমার কাছে সন্তান ছেয়েছিলে,
ভালবাসার নামে দেহ নয়,
এ যে আমার কত বড় গর্ব!
আমাদের ভালবাসা সার্থক।
নীলা দেখো এ আমাদের সন্তান,
আজ তার বিয়ে।
ওকে আশীর্বাদ কর;
যেনো সুখি হয় দীর্ঘ হয় যুগল পদযাত্রা।
আমাকে ক্ষমা করে দিও,
যেনো আবার আমাদের মিলন হয়।
মুক্তি পায় অতৃপ্ত আত্মা॥