অনেক দিন হয়,হায় প্রেমে পড়ি না
অনেক অবসর,তবু নতুন কিছু ভাবি না
অনেক দিন হয়,হায় নির্ঘুম রাত জাগি না
অনেক প্রিয়জন,তবু মূখ আজ বড় অচেনা
অনেক দিন হয়,হায় সূর্যোদয় দেখিনা
অনেক প্রভাতে,শিউলি কুড়ায়ে মালা গাঁথি না
অনেক দিন হয়,হায় রংধনু দেখিনা
অনেক গোধুলিতে,নদীর পাড়ে দুজন হাটি না
অনেক দিন হয়,হায় দুজনে বাসর রচি'না
অনেক স্বপ্নে,রাজার পাঠে অভিনয় করি না
অনেক দিন হয়,হায় কবিতা লেখি না
অনেকেই পর,আপনের আপন কেউ হয় না
অনেক বসন্ত,আসে_যায় কুকিল ডাকে না
অনেক দিন হয়,হায় জোৎনা দেখি না
অনেক তারা,শুকতারা চোখে পড়ে না
অনেক দিন হয়,হায় মনেপ্রাণে ঈশ্বরকে ভজি না
অনেক দেবতা,ভ্রমেও কাউকে ডাকি না
অনেক দিন হয়,অনেক শতাব্দি
আমি একা,বড় একা॥
(গুণি পাঠকের সময় নষ্ট করার প্রয়াস মাত্র)