ঈশ্বর বলিনা আর তোমাকে,পরিচয় কি আছে?
অভিশাপ দেই আজ নিজেকে,জন্মে জেনেছি তোমাকে
সর্বশক্তিমান;সে ভ্রম আমার,ক্ষমতা দেখেছি দুর্বাঘাসে
কে লিখে কপালে,কেউ দেখেছে কোনকালে।
বিচার করবে তুমি মরনের পরে,শুনি কোন আদালতে
নিত্য পূজা লও তবে কোন অধিকারে।
রূপ ধরও কত,আমার জন্য কি করছো
রক্ত চাও,তবে গুনে দেখো,শেষ পূজা কবে পাবে।
জন্মবধির না'হলে খুনের রাতে ডেকছিলাম,শুনেছিলে
অন্ধের আবার ত্রিনয়ন,আমার পশ্চাতে কিছু দেখলে
সর্বশ্রেষ্ঠ করুনাপাত্র তুমি,বেঁচে থাকো দেখি কতকাল
সর্বশক্তিমান, তবে দেখি সম্মুখে এসে নিও প্রাণ।
ঈশ্বর;একটিবার বিচার করো,দেখি তোমার প্রকাশ।
ঈশ্বর;না'হয় দিলাম অভিশাপ,হউক তোমার নাশ।