ভজ মন ভজ মানুষ
সরল ভজ ইন্দ্রপানে
আমি ভজি দয়াল তোমায়
আছো তুমি কাহার শণে।
মাতা-পিতা ভজিল যে জন
বেহেস্তগামি সে বলে গুরুজন
দয়ালের রূপরেখা গাথা মনের কোণে
খোঁজ করো মনা তাঁরে সব খানে।
মন পাখির পায় শিকল বাঁধো
লিপ্সা হতে তাঁরে রোধ করো
কামনায় মজিয়ো না মনা
কামচিত্তকে করো সাধনা।
ডুবিও না তুমি দুনিয়ার লীলায়
পার করিয় না সময় হেলায় খেলায়
মন নিবেশ করো সাধন চিত্তে
হও ভবেশ দয়ালের মিত্তে।
দর্পণের উল্টো পিঠে খোঁজো কার ছবি
সে সদা বিরাজমান নিরবধি
সাধিত মন সাধো আরো
দয়ালের স্মরণে অ্শ্রু ঝারো।