তুমি আজ নেই আমার পাশে
চলে গেছ অনেক দূরে,
আসবে কি ফিরে কখনো এই আমার কাছে
অভিমানী মন নিয়ে সরে গেছ দূরে,
রয়ে গেছে দুখ এই অন্তরে
তোমার ছেড়া পাতার সৃতিগুলো এখনো রয়েছে আমার মনে জেগে ,
মনের চাপা কষ্টগুলা কে দিবে আমায় মুছে…..
এখন উড়ে না মনের রঙ্গিন ঘুড়িগুলো
এক ঝড়ে সব হয়ে গেছে এলোমেলো,
যতো দূরে তাকাই দেখি শুধু শূন্যতা
আমাকে হাতছানি দিয়ে ডাকে হতাশা,
কিভবে রয়েছ আমায় ছেঁড়ে এত দূরে
আমার সব সাজানো স্বপ্নগুলো আজ গেছে মরে
নীল বেদনাতে মন আমার গেছে ভরে।
আমার সব স্বপ্ন হারিয়ে যায় ছোঁয়ার
নীল আকাশটাকে বানিয়েছিলাম একটা ঘর,
সব আজ হারিয়ে আমি দিশেহারা
ভাবছি আবার কি হবে দেখা স্বপ্নের মোহনায়,
চাইনা হারাতে আমার স্বপ্নের জাহাজটাকে
কেবল ধূসর সৃতি নিয়ে আমি আর কাঁদবো না
একটা কালো খামে রেখে দিয়েছি আমার সব নীল বেদনা।