মা তুমি কি?
কোন সকালের স্নিগ্ধ ভোর
নাকি কুয়াশা ঘেরা এক চাদর
তুমি কি মা হিজল গাছের ছায়া
নাকি এই ধরণীর বুকে আঁকা অপরূপ কোন মায়া।
মা তুমি কি?
পরম স্নেহে বিছানো জায়নামাজ
নাকি বর্ষার দিনের সাজ
তুমি কি মা শিউলি ফুলের হাসি
নাকি তুমি আমার তাল পাতার বাঁশি।
মা তুমি কি?
কাশ ফুলের নরম ছোঁয়া
নাকি মমতায় মাখা উষ্ণতা
তুমি কি মা ধানক্ষেতের নতুন ধানের ঘ্রাণ
নাকি তুমি ছোট্ট বোলার ঘুম পাড়ানির গান।
মা তুমি কি?
বরষার কদম ফুলের পাগল করা ঘ্রাণ
নাকি তুমি আমার একটি মাএ প্রাণ
তুমি কি মা বয়ে চলা ভেলা
নাকি ছেলেবেলার সেই পুতুল খেলা।
মা তুমি কি?
পরম স্নেহে আমার গায়ে জরানো শাড়ির আঁচল
নাকি দীপ্ত মুখের হাসির উচ্ছল
তুমি কি মা কাঁঠাল চাঁপা ফুল
নাকি তুমি নদীর অথৈ কুল।
মা তুমি কি?
আমার দেয়ালে আঁকা জল রং ছবি
নাকি আমার বাগানে ফুটন্ত জবা ফুল।
এলোমেলো ভাবনার রঙে কোন ঘুড়ি
তুমি হীনা আমি যে মা স্বপ্ন হারাই।
তুমি কি মা প্রকৃতির বুকে বেড়ে উঠা সবুজ দূর্বা ঘাস
নাকি তুমি বাড়ির উঠানে লাগান হাস্নাহেনা গাছ।
মা তুমি আমার ভোর নাকি বৃষ্টি স্নাত দিন
নাকি তুমি নূপুরের রিনঝিন।
তুমি কি মা বিশাল নীল আকাশ
নাকি তুমি পরম শান্তির বয়ে চলা বাতাস।
তুমি কি মা শাড়ির লাল পার সাদা আঁচল
নাকি আমার কপালে আঁকিয়ে দেয়া কালো কাজল?
মা তুমি কি আমার জীবন প্রদীপ
নাকি সাজানো একটা ছোট্ট নীড় ।
বল মা তুমি কি? তুমি কি? তুমি কি?