ঐ দূর আকাশে উদাস কালো মেঘ ভেসে চলে
আমার অবুঝ মন আজ কার কথা বলে,
আমি আজ নেই তো আমাতে হারিয়েছি বহু দূর
অপেক্ষার প্রহর শেষে হেঁটেছি বহু দূর।

স্বপ্নের ঘরে হারিয়েছিলাম তাই বুঝি নাই তোমাকে
কতটা পথ ফেলে এসেছি তবু দেখিনি তোমাকে,
যতই তোমায় আমি কাছে থেকে দেখি
ইচ্ছে করে সব কিছু ছেঁড়ে দিয়ে শুধু তোমায় নিয়ে লিখি।

ছায়া হয়ে ছিলে এই মনে
রেখে ছিলে আমায় তুমি হৃদয়ে তবু বুজতে দাওনি এই আগাক,
তোমার চোখের মাঝে স্বপ্ন ভাসে
জীবনের সব পথ রাঙ্গানো তোমারি স্পর্শে।

শূন্যতা জুড়ে বৃষ্টি নামী তাকিয়ে দেখ যদি ভুলে
ঐ দূরে কৃষ্ণচূড়া গাছটা এখনো ছেয়ে আছে লাল ফুলে,
মেতে উঠি আজ আমি তোমারি উষ্ণ পরশে
যদিও তুমি আজ অনেক দূর নেই আমার পাশে।

রিক্ত আকাশের জল ভেঙ্গে পরে নতুন কোনো ছন্দে
নীল বেদনা মনে ছবি আঁকি লিখি উষ্ণতার কবিতা,
আজ এসেছে জোছনা বিলাসী রাত
কেন এসে জড়িয়ে ধরো না আমার এই হাত?

বৃষ্টি ভেজা মাটির গন্ধে কেটে যায় রাত
আসে না কেন সে ফিরি রাখে কেন কাঁধে হাত,
আনমনে হারাই আমি মনের গভীরে
কিভাবে বোঝাবো তোমায় এখনো আছো তুমি বেঁচে আমার কল্পনার বালুচরে।