হারিয়ে খুঁজে ফিরি সেই কি তুমি নাকি?
আধার আলোয় নিভু নিভু করে জ্বলে জোনাকি
গোধূলির আলোয় অসমাপ্ত তোমার মুখাবয়ব
শূন্য স্পর্শে খুঁজি তোমার অবয়ব।
যায় দিন সন্ধ্যা নামে মেঘের ভেলায়
এই নীল বরষায় জলকেলিরা মাতে না কোন খেলায়,
দূরন্ত সময় কেবলই যায় বয়ে এই অবেলায়
অন্তিম লগ্ন হাতছানি দিয়ে ডাকে আবার চলে আয়।
ক্লান্ত মন বয়ে চলে ঐ দূর পথে
অন্তহীন এতোটা পথ পারবো কি পেরোতে?
নির্বাক চোখে বিষন্নতার কথোপকথন
আড়ালে আবডালে হয়েছে এক জোনাকির ছন্দপতন।