হারাচ্ছি আমি কোন এক অজানা দূরে
কান পেতে অপেক্ষা প্রিয় মানুষগুলোর সুরে
একলা চলোরে মন পথিক ভবঘুরে
দিনগুলো ছিলো অনেক রঙিন মনে পড়ে?

সম্পর্কের দূরত্ব বেড়েই যায় তবুও হয় না শেষ
ক্লান্ত পথিক মুঠোয় ভরা স্বপ্নের নিঃশেষ
পথের দাবিতে বৃওে বন্দী আমার আবেশ
হরহামেশাই টুকরো স্বপ্নগুলো গুছিয়ে নেই অনিমেষ।

বিনিদ্র রজনীতে গল্প আর কবিতার বাতিক
বুক পকেটে আগলে রাখা কিছু স্মৃতি যৌক্তিক
ল্যাম্পপোস্টের আলোয় খুঁজে চলি আমি পথ ঠিক
তোমাদের অচেনা শহরে আমি আজ একলা পথিক।

-মোঃ বেলায়েত হোসেন খান