ভুলে যাওয়া নয়তো সহজ কৈশোরের হাতছানি
নয়তো সহজ ভুলে যাওয়া দ্বিতীয় জীবনের গল্প,
আমার আমি নইতো একা ক্ষনিকের কিছু আশা
ভুলে যাওয়া সহজ নয় আমার অযাচিত প্রত্যাশা।
আমার অস্তিত্ব তোমার অবয়ব জুড়ে
ক্লান্ত আমি একা শহরের মোড়ে,
আমার ফেলে আসা সেই পুরানো সুর
যাচ্ছে নিয়ে আমায় তোমার থেকে অনেক দূর।
তোমার প্রেমে ডুবে থাকা এই আমি
তোমার প্রতি আমার শত আহজারি,
মহামারি তোমার চোখের কবিতায়
মেনে নিয়েছি তুমি পল্লবী প্রতিমায়।
অনির্বান তুমি এক হিজল ঝরা পাতা
আজ তোমরা মাঝে চাই নিজের স্বাধীনতা,
মগ্ন স্বপ্নে জোড়াতালি দেয়া আমার এই প্রান
তোমায় ফিরে পাওয়ার শত মিছিলের অভিযান।
আমার লিখনি আজ হয়েছে যে শেষ
তোমায় ভাবি দিবাস্বপ্নে আমি অনিমেষ,
নিশ্চুপ আধারে একলা পরে রই
খুঁজে ফিরি তোমায় আমি রইলে তুমি কই???