বৃত্তের মাঝে আমার শহর
বৃত্ত থেকে বেরিয়ে এই শহর পেরিয়ে,
আরো দূর বহুদূর যেতে চাই
শহরের রাস্তাগুলো বেশি আপন মনে হয়,
ছাই না হয়ে যাক সব স্বপ্নের ক্ষয়
স্বপ্ন গুলোকে সঙ্গী করে নিয়ে যেতে চাই।
দেখছি আমি অজস্র তারা ঐ দূর আকাশে
হারিয়েছে আধার আজ পথ কোন দূর দিগন্তে,
ভেবেছিলাম ঐ তারারা আমার সঙ্গী হবে
শেষ বিকালের সোনা রোঁদ গায়ে মেখে দিল,
অবুঝ শহরের চেনা অলি-গলিতে এক অলস অনুভুতি
জানি মিলবে একদিন আমার পথের ঠিকানা।
সাদা ক্যানভাস এ আজ আঁকবো আমার শহরের ছবি
কবিতা আর গানের চরণের মাঝে হারাবে আজ সব কবি,
আমি চিলেকোঠা থেকে দেখি বৃত্তের মাঝে শহর
প্রতিটি শহরের দেয়াল ঘেঁষে হাটি আর গুনি প্রহর,
মনের ভিতর অবাধ প্রশ্ন তার সাথে চলা
প্রতিদিন আলো-আধারে করি লুকোচুরি খেলা।
ঘুম ভেঙ্গে দেখি আকাশে মেঘের আনা-গুনা
চোখ খুলে দক্ষিণা হাওয়ার ঝড়,
কান পেতে শুনি এক বিবাগী বাউলের সুর
চল হারাই আজ সবাই হাসির সঙ্গী হয়ে,
থাকবে চিরকাল স্মৃতিগুলো মনের কোনে পরে
আর একবার হাতে হাত ধরে হারিয়ে যেতে চাই নীল দিগন্তে ।