তোর চোখ যদি শুধু চোখ হতো
আমি দেখতাম না ।
তোর চোখে, অনুর্বর থেকে উর্বর জমি,
ছোট্ট বীজ থেকে, সোনার ফসল হয় ।
তাই নিছকই তোর চোখই দেখি ।
তোর চোখ যদি শুধু চোখ হতো
বিশ্বাস কর আমি তাকাতাম না ।
তোর চোখে , তাকালেই, প্রচণ্ড ঝড়, বৃষ্টি
রোদে ও শিকড় ছিঁড়তে পারি না
তাই তোর চোখটাই দেখি ।
তোর চোখ যদি শুধু চোখ হতো
আমি ইচ্ছে করে দেখতাম না ।
তোর চোখে , নিজেকে হয়তো
মানুষ আঁকার প্রচেষ্টায় থাকি !
তাই তোর চোখ মুগ্ধ হয়ে দেখি।
তোর চোখ যদি শুধু চোখ হতো
আমি ভুলেও তাকাতাম না
তোর চোখে, তাকালেই , আমার যুদ্ধে
ভয় করে না, হারতে পারি না ।
কি করবো ! তাই তোর চোখ দেখি ।
তোর চোখ যদি শুধু চোখ হতো ,
আমি পড়তাম না ।
তোর চোখে, হাজার হাজার বছরের
বন্ধুত্ব বেঁধেছি ,
যে বন্ধুত্ব , গড়তে শেখায়, ভালোবাসতে
শেখায় । যুদ্ধ করতে শেখায়,
মানুষ হতে শেখায়।
বিশ্বাস কর তাই তোর চোখ দেখি ।