ওগো উঠিছে তোমার দুঃখ
শূন্যতে ভরা আঁখি ।
চারপাশ বেয়ে চুপ করে
ঝড়ছে জলের রাশি ।
ওগো চুপ করে গেল বয়ে
বেলা শেষ হয় এমন‌ই ‌
সামনে দাঁড়ালে কেউ
ফোঁটে মিছে হাসি তখন‌ই ।
আমি দেখেছি রাত্রি কে
শুনে চাঁদের সাদা হাসি ।
দেওয়ালের ফাঁকে আলোর ভিড়ে
বুক ভরে দিই ফাঁসি ‌।
জনি একবার ছুঁয়ে যাবো
হাতে নিয়ে রঙমশাল ।
ইচ্ছেদের শান্তি দেব
ফিরেয়ে নেব মহাকাল ।
জানি আকাশ শান্তি পাবে
সেদিনের মতো আজ‌ও ।
সেদিন শুধু , কান্না ছিলো অবশেষে
আজ বিষ্ময়‌ও অনেক পাব‍ও ।
তুমি ফিরে যেতে পারো
তোমার ঘরের ছাঁদে ।
আমি আকাশ ছুঁয়ে নেব
দুঃখ সব দেব মুছে অবকাশে ।