বেসুর ,অকাব্য, এলোমেলো লন্ড ভন্ড !
ওটাই তো শহরেরই ভেতরের ডাক ।
কেউ পড়বে না , কেউ শুনবে না
দেখবে না জোনাকির ঝাঁক ।
দেখবেই বা কেমনে ও চোখে !
ও চোখ বহুদিনই সীমাবদ্ধ ।
এতো চিঠি !জমিয়ে লাভ কি ?
কেউ পড়বে না , শুনবে না শব্দ ।
শুধু নীরবতা জয়ী , জয়ী সময় ..
লন্ড ভন্ড হলেও হয়েছে জয় ।
এই জয় তে খুশী তুই !
তাহলে কতই বা স্বাধীনতা হয় ?
উত্তর নেই ফিরে গেলাম , আমার
রাজ্য ,আমার দেশ , আমার পৃথিবীতে ।
আর একবার বলবে না এমন ...
আগুনই গিলে খাবো সব ফাগুনেতে