যখন তুমি নদীতে
আমি থেকেছি পাহারায় ।
যখন তুমি সমুদ্রে
আমি তখন গান গাই ।
অবশেষে উন্মাদ সমুদ্রের ঢেউ
তোমায় গোপনে মানা করলো কেউ ।
নদীর ভুলে সাগর চেয়েছো
সাগর আর কী তার
চেয়ে বেশি পেয়েছ।
আমিও আজীবন পেলাম
এক ফোঁটা জল ।
আমার কর্মের ফল ।
কে ভাবে তোমায় !
এক ফোঁটা জল ?
না হয়তো আমার ভুলের ফল !
আমি তর্কের মাঝে বিষ ঢেলে
নিজেকে খুঁজি ভালোবাসা পেলে ।