তখনও ছিলেম , বন্ধ দ্বারে ,
আলোকিত আলোক পারে ।
এখন শুধু বিষ্ময় চোখে
অনুভূতি কড়া নাড়ে ।
হাত পাতবো , নৈব নৈব চ ,
জানালা দিয়ে বুক পেতেছি তাই ।
প্রয়োজন ভীষণ এ কথায় হোক না ,
নইলে মৃত্যু কেই সঙ্গে নিয়ে যায় ।
যতোবারই যাপটে , ধরি
একটু একটু করে আগুন আসে ।
আগুনেরা কথা শোনেনি
দিব্যি বসে পরে সবুজ ঘাসে ।
ছোট ছোট , ঘাসের কোলে ,
শুয়ে থাকি কি করে !
সেখানে তো শুধু
আগুন খেলা করে ।
আগুন হারিয়ে দিলো ,
আমার ফাগুন কে ।
যাওয়ার সময় বলেনি নি একবারও
আমাকে পারোনি চিনতে ।
এখন চিনেছি , তবুও বলবো ভালোবাসি
এসো তোমার চুল বাঁধি ।
চুপিসারে এসে বলো , সাজিয়ে দাও ,
তবে আমি ফিরবো আজই ।