ধরো আমি একশো সীমান্তের ওপারে , তুমি আমাকে চিঠি দিলে , তাতে বড় বড় হরফে আঁকলে , "তুমি ফিরে এসো "
। আমার দুহাত খালি তখন , উড়োজাহাজের দেখা নেই, পায়ের চটি নেই, পকেট গড়ের মাঠ । তবুও জানো ঠিক পৌঁছে যাব , হাজার হাজার অনুভূতির মিছিল নিয়ে , সীমান্তের প্রহরীরা , এক পলক এ তখন বন্দুক ছুড়ে ফেলে দেবে ।আমার ভয় কি একের পর এক সীমান্ত , এভাবেই পৌঁছে যাব , হয়ত বছর কয়েক লাগতে পারে ।তুমি কি অপেক্ষা করবে ? নাকি মহাকাশে উড়িয়ে দেবে ! জানিনা , তবুও আমি পৌঁছে যাব । সেদিন হোক valentine day । এই পথের মাঝে অসংখ্য চিরকুট , ফেলে আসবো । হয়তো যাওয়া আসা পথের স্মারকচিহ্ন !