তুমি বৃষ্টি হয়ে ঝরো , দুহাত বাড়িয়ে
আমি ভিজবো অবিরাম ।
সব থেকে বড়ো কলম হয়ে ,
লিখবো শুধু তোমারই নাম ।
তুমি কাগজের নৌকায় চিঠি
ভাসিয়ে , দিতে পারো আমার কাছে
আমি ভেজা শরীরে , পড়বো চিঠি
তখন যদি বৃষ্টি থামে ।
গমগম মেঘেদের শব্দে ,ভয় পেলে
বুকে জড়িয়ে নেবো তোমার ছায়া ।
ভয় নেই আমার , আমি জানি
হাওয়ার মাঝেই তোমার আসা যাওয়া।
আজ ভিজবোই খুব , ভেজাবো খুব
ধরে তোমারই হাত ।
আমি স্বার্থপর , তাই বৃষ্টি কেই
ফিরিয়ে দিই আঘাত ।