সম্ভব তো হতেই পারো ।
নীল জল কেটে , জাহাজ
ভরে হাজার মুক্তো আনা ।
দূরের দেশ থেকে পয়সা দিয়ে ।
অসহায় অসম্ভব শুধু ,
নীল জলকে বুকে , মুক্তো খোঁজা ।
যেখানে মুক্তির পথ , ঠোঁটে হাসি রেখে
বলে . এটা তোমারই পথ , তুমি যাত্রী ।
আর সূর্য কে দেখো , মুক্ত খুঁজে ।
পৃথিবীতে ধ্রুব শুধু অনুভূতি ,
বাকি সবই মিথ্যে ।
যে ছবি আঁকতে কয়েক হাজার বছর লাগে , সেই অনুভূতি , অতীত বর্তমান ভবিষ্যৎ ,
এর থেকে বড়ো সত্যি কি ?